Author
Administrator
Publish: 2025-07-20
সেরা পারফরম্যান্স ও ডিজাইন এর সমন্বয়ে লেনোভো
আপনি কি Wifi Router এর radiation নিয়ে কখনো ভেবে দেখেছেন?
বর্তমানে আমরা প্রযুক্তি এর উপর অনেকটাই নির্ভরশীল। এতটাই নির্ভরশীল যে কিছু কিছু প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতেও পারি না। উদাহরণস্বরূপ বলতে পারি কম্পিউটার, মোবাইল, রাউটার, ফ্রিজ, বৈদ্যুতিক লাইট ইত্যাদি যেগুলোর সুবিধা যেমন আছে তেমনি আছে অসুবিধা। আমরা সচরাচর সুবিধাগুলোর ব্যাপারেই জানার চেষ্টা করি এবং ধারণা রাখি। কিন্তু অসুবিধাগুলো নিয়ে আমরা খুব কম মানুষই সচেতন।
আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুটি রাউটারকেন্দ্রিক, যা ছাড়া আমাদের অনেক কাজ ই থমকে যাবে। দৈনন্দিন জীবনে রাউটারের অবদান অনেক হলেও এর কিছু কিছু দিক নিয়ে আমরা অনেকেই জানি না, ধারণা রাখি না। বলা যায় আমরা কখনো এইসব দিক নিয়ে চিন্তা ভাবনাও করি নাই। এইরকম একটি বিষয় হচ্ছে রাউটার দ্বারা নিঃসৃত রেডিয়েশন, যা নিয়ে আমরা একদম অসচেতন।
রেডিয়েশন কি?
রেডিয়েশন এর বাংলা হল তেজস্ক্রিয়তা অথবা বিকিরণ। রেডিয়েশন হচ্ছে এমন এক ধরণের শক্তি যা তরঙ্গ অথবা কণা হিসেবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এটি বস্তু ভেদ করে চলাচল করতে সক্ষম। আমরা যদি কয়েকটি উদাহরণ দেখে নেই,
- একটি জ্বলন্ত মোমবাতি তাপ এবং আলোর আকারে রেডিয়েশন নির্গত করে।
- সূর্য আলো, তাপ এবং কণা আকারে রেডিয়েশন নির্গত করে।
রাউটার রেডিয়েশন
রাউটার বা ওয়াইফাই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে ডেটা পাঠায়। যখন আমাদের ওয়াইফাই রাউটার ডেটা প্রেরণ করে, তখন এটি ইএমএফ(Electro Magnetic Field) নির্গত করে যা শরীর শোষণ করতে পারে। এটি এক ধরণের নন-আয়নাইজিং রেডিয়েশন।
একটি উদাহরণ দিলে হয়তো বুঝে যাবেন। আপনার মোবাইল পকেটে রয়েছে। হঠাৎ মোবাইল পকেট থেকে বের করলেন এবং খেয়াল করলেন যে শরীরের সেই অংশটি অথবা সেই অংশের কাপরে গরম অনুভব করছেন। এর কারণ রেডিয়েশন। আমরা অনেকেই হয়তো খেয়াল করি না এটা। কিন্তু আসলে এমন টা সচরাচর ঘটে থাকে। আর যদি ফোনটি সস্তা অথবা লো-কোয়ালিটি হার্ডওয়্যার কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে রেডিয়েশন এর মাত্রা আরো বেশি হয়ে থাকে।